এমবাপের গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে পিএসজি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ফ্রেঞ্চ কাপের ফাইনালে উঠে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। স্টেড রেনেসকে ১-০ গোলে হারিয়ে ১৫তম শিরোপা জয়ের একেবারে কাছাকাছি চলে গেছে পিএসজি। গত বুধবার রাতে পিএসজির হয়ে একমাত্র গোলটি ম্যাচের ৪০ মিনিটে করেন এমবাপে। ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোলটি করেন ফরাসী বিশ্বকাপজয়ী তারকা। তবে পিএসজি গোল পেতে পারতো আরও আরেকটু আগেই, যদি এমবাপে পেনাল্টি মিস না করতেন। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি মিস করেন ২৫ বয়সী তারকা ফুটবলার এমবাপে। তার বাঁপায়ের শট রুখে রেনেসের গোলরক্ষক স্টিভ মান্দান্দা। তবে এদিন পুরো ম্যাচেই ছিল পিএসজির দাপট। ম্যাচের প্রায় ৭০ শতাংশ বলের দখল নিজেদের কাছে রেখেছিল এমবাপেরা। তবে পিএসজির আক্রমণের ফাঁকে ফাঁকে রেনেসও গোল করার বেশ কিছু চেষ্টা চালিয়েছে। ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘এটি একটি কঠিন প্রথমার্ধ ছিল। কিন্তু আমরা পুরোপুরি খেলায় আধিপত্য বিস্তার করেছিলাম। রেনেস খুব ভালো ছিল। প্রথমার্ধে আমরা গতিময় ছিলাম এবং দ্বিতীয়ার্ধে আমাদের দুটি করার সুযোগ ছিল। কিন্তু মান্দান্দা ছিল দুর্দান্ত।’ আগামী ২৫ মে ফাইনালে লায়নের মুখোমুখি হবে পিএসজি। খবর জাগোনিউজ’র