এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ

সাতকানিয়ায় আমিনুল ইসলাম

বিপদে মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি। আজীবন এই দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবন দিয়ে তিনি আমাদের শিখিয়েছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করাই রাজনীতির মূল লক্ষ্য। আর সেই পথেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেকে আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। এখন আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

গতকাল বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা কৃষক লীগ আয়োজিত এক দোয়া মাহফিল, স্মরণসভা ও ১ হাজার কৃষকের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, নুর হোসেন, একেএম আসাদ, মোরশেদ, লুৎফর রহমান, আজাদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন আরো বলেন, আজ যারা টেক ব্যাক বাংলাদেশ শ্লোগান দিয়ে প্রতিদিন বিদেশিদের দুয়ারে দুয়ারে ক্ষমতার জন্য ধর্ণা দিচ্ছে তাদের কাউকেই এই বন্যার্ত মানুষ পাশে পায়নি। তারা কোনভাবে ক্ষমতা পেলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে, জঙ্গি উত্থান হবে, হাওয়া ভবন হবে, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কারণ তারা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী।

তিনি বলেন দেশের মানুষ আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেতে চায়।