এক ম্যাচে মুশফিকের দুই রেকর্ড

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ খেললেও সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি না পেলেও এই ম্যাচে দুটি মাইলফলক স্পর্শ করেছেন মিস্টার ডিপেন্ডেবল।
ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিম। তবে টেস্টে বর্তমানে সবার ওপরেই রয়েছেন মুশফিক। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দুটি রেকর্ড হাতছানি দিচ্ছিল বাংলাদেশ দলের এ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারকে। সে দুটি রেকর্ডই চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে পূরণ করলেন তিনি।
বাংলাদেশের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে রান তামিমের। দ্বিতীয় সেরা মুশফিক এতদিন ১৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ হওয়ার অপেক্ষা করছিলেন। আজ সেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তামিমের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। শীর্ষে স্থানে থাকা তামিমের রান ১৪ হাজার ১৭৫। অন্যদিকে দ্বিতীয় স্থানে মুশফিক করেছেন ১৩ হাজার ৮ রান। ১২ হাজার ৫৫৩ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ হাজার রানের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন মুশফিক।
ওয়ানডেতে সাকিবকে ছাড়িয়ে বর্তমানে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক এ উইকেটরক্ষক ব্যাটার। সাকিবের থেকে ৪০ রান বেশি, ৬ হাজার ৬৭০ রান। অবশ্য মুশফিকের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে সাকিবের সামনে।
উল্লেখ্য, চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং নিয়ে মুশফিক ও লিটনের রেকর্ডগড়া জুটিতে ৩০৬ রান করেছে বাংলাদেশ। লিটন দেখা পান ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতকের। ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। তবে শতকবঞ্চিত হন দারুণ খেলা মুশফিক। তিনি আউট হন ৮৬ রানে। খবর ডেইলি বাংলাদেশ’র