একাদশ শ্রেণিতে ভর্তি অপেক্ষায় ২০,৬০৮

নিজস্ব প্রতিবেদক »

একাদশ শ্রেণির ভর্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ পর্যন্ত ১ লাখ ৩ হাজার শিক্ষার্থী নিশ্চিত করেছে। ভর্তির বাইরে রয়েছে আরো ২০ হাজার ৬০৮ জন। এখনো ভর্তি হতে না পারা এসব শিক্ষার্থীর আজ মঙ্গলবারের মধ্যে আবেদন করতে হবে। তৃতীয় দফায় এ আবেদনের পর আর কোনো আবেদনের সুযোগ থাকবে না। ফলে এ আবেদনের মাধ্যমে শেষ হচ্ছে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া।

প্রথম ও দ্বিতীয় দফায় ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশের পর এ পর্যন্ত চট্টগ্রাম শিক্ষাবোর্ডে কতজন শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর প্রফেসর মোহাম্মদ জাহেদুল হক বলেন, ‘প্রথম দফায় ৮৮ হাজার ১০০ এবং দ্বিতীয় দফায় ১৫ হাজার শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করেছে।’

এখনো কতজন শিক্ষার্থী ভর্তির বাইরে রয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ভর্তির জন্য আবেদন করেছিল ১ লাখ ২৩ হাজার ৬০৮ জন। সেহিসেবে এখনো ভর্তির বাইরে রয়েছে ২০ হাজার ৬০৮ জন।’

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীর জন্য তৃতীয় দফার তালিকা  রয়েছে। আজ মঙ্গলবারের মধ্যে আবেদন করতে হবে। গতকাল সোমবার বিকাল পর্যন্ত প্রায় ১৬ হাজার শিক্ষার্খী আবেদন করেছে।’

তৃতীয় দফায় মনোনীতদের তালিকা কবে প্রকাশিত হবে জানতে চাইলে তিনি বলেন, তৃতীয় দফায় যারা মনোনীত হবে তাদের তালিকা ১০ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এদের ভর্তির নিশ্চায়ন করতে হবে ১১ ও ১২ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর কলেজগুলো ভর্তির চূড়ান্ত তালিকা পেয়ে যাবে এবং শিক্ষার্থীরা কলেজে গিয়ে ভর্তি হবে।

জানা যায়, প্রথম ও দ্বিতীয় দফায় মনোনীত হয়েও অনেক শিক্ষার্থী পছন্দনীয় কলেজ না পাওয়ায় ভর্তি নিশ্চিত করেনি। তবে তাদের জন্য তৃতীয় দফায় নতুন করে আবেদন করতে হবে। আর ভর্তি নিশ্চায়ন ২০০ টাকা ফি দিয়ে করতে হয়।

উল্লেখ্য, করোনার কারণে এবার যথাসময়ে একাদশ শ্রেণির কলেজ ভর্তি কার্যক্রম শুরু করা যায়নি। গত ৯ থেকে ২০ আগস্ট পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করা হয়। আবেদনে প্রথম পর্যায়ে যারা মনোনীত হয়েছে তাদের তালিকা ২৫ আগস্ট প্রকাশিত হয়।  প্রথম পর্যায়ে নির্বাচিতরা ২৬ থেকে ৩০ আগস্টের মধ্যে ২০০ টাকা ফি জমা দিয়ে মোবাইলে নিশ্চায়ন করে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হয় ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করে তাদের ফলাফল প্রকাশ করা হয় ৪ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ে মনোনীতরা ৫ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করেনি কিংবা ভর্তি নিশ্চায়ন করেনি তারা তৃতীয় পর্যায়ে ৭ ও ৮ সেপ্টেম্বর ভর্তির জন্য আবেদন করার কথা। তৃতীয় পর্যায়ে মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ১০ সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে যারা মনোনীত হবে তাদের ভর্তির নিশ্চায়ন করতে হবে ১১ ও ১২ সেপ্টেম্বর। কলেজভিত্তিক চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। এদিন কলেজগুলো ভর্তি নিশ্চায়ন সম্পন্ন করবে।