উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে

সমাবেশে দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি

নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া »

‘প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় দেশের উন্নয়ন কাজ এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে লোহাগাড়ায় সড়ক উন্নয়ন কাজ করা হবে। জাতির জনকের অসমাপ্ত কাজ শেষ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এসব কথা বলেন।
বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপি। বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পিপি অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া ইউএনও আহসান হাবীব জিতু, লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ্ উদ্দীন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়োজন শেষ হয়নি। তার দৃঢ় নেতৃত্বে দেশে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব জনকল্যাণমুখী। শেখ হাসিনার কারণে দেশের বিভিন্নস্তরে উন্নয়ন হচ্ছে। দেশে কেউ না খেয়ে থাকছে না। বাড়ছে রপ্তানি ও বৈদেশিক মুদ্রার আয়। দেশের উন্নয়ন চাইলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। নৌকায় ভোট দিতে হবে। স্থানীয় নেতাদের দাবির প্রেক্ষিতে লোহাগাড়া পৌরসভা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন সিনিয়র সচিব মো. হেলাল উদ্দীন।
সমাবেশে লোহাগাড়া উপজেলা ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন।