আয়কর পরিপত্র ২০২০-২০২১ এর উপর কর্মশালা

চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম কর আইনজীবী ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল বেলা সাড়ে তিনটায় ‘আয়কর পরিপত্র ২০২০-২০২১’ এর উপর এক বিশ্লেষণাত্বক ও ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর এর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মোহাম্মদ মো. ইমাম উদ্দিন এর সঞ্চালনায়
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুক। মুখ্য আলোচক ছিলেন সিদ্ধার্থ বড়–য়া এফ,সি,এ।
মূখ্য আলোচক সিদ্ধার্থ বড়–য়া এফ,সি,এ আয়কর পরিপত্র ২০২০-২০২১ এর উপর বিস্তারিত বিশ্লেষণাত্বক আলোচনা অংশগ্রহণ করেন।
মূখ্য আলোচক এর বিশ্লেষণাত্মক আলোচনা শেষে কর আইনজীবী সমিতির সদস্যবৃন্দ পরিপত্রের উপর বিভিন্ন প্রশ্ন রাখেন।
অনুষ্ঠানের মূখ্য আলোচক কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. ওমর ফারুখ, পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর ও সাবেক সভাপতি কাজী মহসিন চৌধুরী সে সব প্রশ্নের উত্তর প্রদান করেন।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন কর আইনজবীবী সমিতির সদস্য বারের সাবেক যুগ্ম সম্পাদক এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু), অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি কাজী মহসিন চৌধুরী, মো. মুছা, মমতাজ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট এম, মহিউদ্দীন সারোয়ার, অ্যাডভোকেট মো. শাহ আলম, সদস্য সরোয়ার আলম ভূইয়া (শিমুল), চৌধুরী খালিদ বিন সারোয়ার (জনি), নুরুল আমিন, অ্যাডভোকেট সাইফুর রহমান, আবুল কাশেম মোল্লা, সন্জয় আচার্জী, মো. সালাউদ্দীন, মো. জামাল উদ্দীন, রিংকু দত্ত, মো. কবীর ফারুক (ছগীর), এন,এম শিহাব উদ্দিন, মো. ফরিদ সরকার, মো. ফারুক, আশরাফুল মিল্লাত প্রমুখ। বিজ্ঞপ্তি