আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি শ্রমিকেরা : নওফেল

নিজস্ব প্রতিবেদক»

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে শ্রম আইন বাস্তবায়ন হয়েছে। নারী শ্রমিকসহ সকল শ্রেণীর শ্রমিকের নূন্যতম মজুরি নির্ধারণ করা হয়েছে।’
গতকাল শনিবার বিকেলে নগরীর আসকারদীঘি এলাকার রীমা কনভেনশন সেন্টারে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত নগর জাতীয় শ্রমিকলীগের (সিবিএ ননসিবিএ সমন্বয় পরিষদ) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন। তাছাড়া তিনি সকল শ্রমিকের পাওনা আদায়ে মালিকদের কাছে দাবি জানান।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষের মজুরি ও বেতন প্রদানে কোন ধরনের বৈষম্য রাখা যাবে না। দেশের স্বার্থে অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে সকল মালিক পক্ষকে অনুরোধ জানাবো তাদের মজুরি মিটিয়ে দিতে। শ্রম অধিদফতরসহ সংশ্লিষ্ট দফতরের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ইফতার মাহফিলে উপস্থিত সকলের প্রতি প্রধানমন্ত্রীর জন্য দোয়ার আবেদন রইলো। শ্রমিকদের হাত শক্তিশালী করতে ও বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী করতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি শ্রমিকেরা। যুগের পর যুগ চট্টগ্রামের শ্রমজীবী মানুষের পক্ষে সব সময় আন্দোলন করেছে আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মহিউদ্দিন চৌধুরী, এম এ মান্নান, মাহবুবুল হক এটলিসহ সকল প্রয়াত নেতাদের স্মরণ করছি। তারা দল ও সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করেছেন। বর্তমান নেতৃবৃন্দও কাজ করবেন এ আশাবাদ ব্যক্ত রাখছি।’

অগ্রণী ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কোতোয়ালী থানা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু। এতে বক্তব্য রাখেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল, সহ-সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, শ্রম সম্পাদক আব্দুল আহাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোহাম্মদ হোসেন, নগর যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক নগর ছাত্রলীকের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন।

এতে আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি আব্দুর রহিম, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, নাসিরাবাদ শিল্পাঞ্চল শ্রমিক লীগ সভাপতি আহসান উল্লাহ চৌধুরি হাসান, সাধারণ সম্পাদক আবুল বাসার মাস্টার, নগর মহিলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক লায়লা আক্তার এটলি, বন্দর সিবিএ সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম ফটিক, জিপিও জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, কৃষি ব্যাংক সভাপতি আকর হোসেন, ইস্টার্ন রিফাইনারি সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক নাঈমুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক নওশাদ জামান, পদ্মা সিবিএ সভাপতি জসিম উদ্দিন, এসএওসিএল শ্রমিক লীগ সভাপতি আজগর আলী, রেলওয়ে শ্রমিক লীগ লোকো শাখা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, দপ্তর সম্পাদক রকিবুল হাসান রাজু, সিটি ব্যাংক কর্মচারী পরিষদ সাধারণ সম্পাদক আকবর হোসেন, জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মো. খালেকসহ হাজারো শ্রমজীবী মানুষ।