আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন : খসরু

নিজস্ব প্রতিবেদক »

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন তারা কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে, কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া তাদের বিকল্প নেই।’

গতকাল শনিবার বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডবলমুরিং থানা বিএনপি আয়োজিত আগ্রাবাদ চৌমুহনী মোড়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।

তিনি আরও বলেন, ‘দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ দুইবেলা খেতে পারছে না। মুরগি এখন চারভাগে ভাগ করে বিক্রি করা হচ্ছে, গরুর মাংস গ্রাম হিসাব করে বিক্রি করা হচ্ছে। আওয়ামী লীগের লুটেরা বাদে দেশের প্রায় মানুষ কষ্টে আছে। আওয়ামী লীগ প্রায় সংবিধানের কথা বলে- সংবিধান কি গুম খুন করতে বলেছে, অর্থনীতি ধ্বংস করতে বলেছে, লুটপাট করতে বলেছে, মানুষের মানবাধিকার, ভোটাধিকার হরণ করতে বলেছে। সবকিছুতে তারা সংবিধান লঙ্ঘন করেছে।’

আমির খসরু আরও বলেন, ‘আওয়ামী লীগ বলে বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবেন কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবেন না। মনে হচ্ছে দেশটা তাদের জমিদারি, যা বলবে তাই মানতে হবে। আজ জাতিসংঘ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন দেশ তাদের লুটপাট, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘন নিয়ে নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে, আইএমএফ এর লোন নিয়ে তারা কি করছে তাও পর্যবেক্ষণ করছে। তারা যতই চেষ্টা করুক ক্ষমতায় টিকে থাকতে পারবে না, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

ডবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম, বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, ডবলমুরিং থানা বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুল আলম প্রমুখ।

এদিকে পথযাত্রা শুরুর আগে ডবলমুরিং থানার বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা চৌমুহনী মোড়ে জমায়েত হতে থাকে। পরে মিছিলটি চৌমুহনী হয়ে হাজীপাড়া পানওলা পাড়া, ব্যাপারীপাড়ার মোড় হয়ে অ্যাক্সেস রোড হয়ে বড় পোল মোড়ে গিয়ে শেষ হয়।