অবিলম্বে নিত্যপণ্যের দাম কমাতে হবে

উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সভা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তেল গ্যাস ও দ্রব্য মূল্য বৃদ্ধি করে সরকার সাধারণ জনগণের অপরিসীম ক্ষতিসাধন করল।
তেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে প্রত্যেক ক্ষেত্রে সমস্ত পণ্যের মূল্যবৃদ্ধি হতে শুরু করেছে।
তেল বিক্রি করে সরকার হাজার হাজার কোটি টাকা আয় করেছে।
আজকে আন্তর্জাতিক বাজারের কথা বলে তেলের বর্ধিত মূল্য জনগণ থেকে নেওয়ার কারণে আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
তেলের বর্ধিত মূল্যের কারণে প্রত্যেক পণ্যের যে মূল্যবৃদ্ধি হলো সেটা মনিটরিং করার জন্য কেউ নেই । তেলের দাম ১৫ শতাংশ বাড়লেও বাস, টেম্পু ও ট্রাকের ভাড়া নেওয়া হচ্ছে প্রায় ৫০শতাংশ বর্ধিত হারে।
নেতৃবৃন্দ অবিলম্বে প্রয়োজনে তেলে ভূর্তকী দিয়ে তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি কমানোর দাবি জানান।
আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নূর মোহাম্মদ ,অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট মো. এনাম, সেলিম চেয়ারম্যান, আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী, সালাহউদ্দিন সেলিম চেয়ারম্যান, ছোলায়মান মঞ্জু, জয়নাল আবেদীন, ইউসুফ নিজামী, অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম লতিফী, হাসান মোহাম্মদ জসিম, শফিউল আলম চৌধুরী, মাহাম্মদ সিদ্দিক, জাহাঙ্গীর আলম হেলালী, নার্গিস আক্তার, বদরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি