অপারেটিং কর্মচারীদের কর্মশালা : রেলওয়ের উন্নয়নে সরকার অনেক প্রকল্প গ্রহণ করেছে

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম বিভাগের অপারেটিং কর্মচারীদের ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১ টায় চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশিষ দাশ গুপ্তের সভাপতিত্বে এবং স্টেশন মাস্টার চট্টগ্রাম গ্রেড-১ মো. জাফর আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার সাহাদাত আলী বলেন, বর্তমান সরকার রেলওয়ের উন্নয়নে অনেক প্রকল্প গ্রহণ করেছেন। যার কিছু কিছু ইতোমধ্যে শেষ হয়েছে এবং কিছু কিছু চলমান আছে। উন্নয়নের এই সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আমাদের দায়িত্ব পালনে আরো যতœবান হতে হবে। তাছাড়া দুর্ঘটনা হ্রাস, সময়ানুবর্তিতার সাথে ট্রেন চলাচল, যাত্রী সেবা বৃদ্ধি এবং ট্রেন ও স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে সকলকে সজাগ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন চিফ কমার্শিয়াল ম্যানেজার/পূর্ব মো. নাজমুল ইসলাম, সিএসটিই/পূর্ব মো. মিজানুর রহমান, বিভাগীয় রলওয়ে ব্যবস্থাপক/চট্টগ্রাম সাদেকুর রহমান,বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা/চট্টগ্রাম আনসার আলী, বিভাগীয় সংকেত ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী/ চট্টগ্রাম জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, কমান্ডেন্ট/চট্টগ্রাম মো. শফিক মৃধা ,স্টেশন ম্যানেজার/চট্টগ্রাম রতন কুমার চৌধুরী, সহকারী পরিবহন কর্মকর্তা/চট্টগ্রাম মো. মনিরুজ্জামান।
কর্মশালায় অংশগ্রহণ করেন ডিভিশনাল ট্রেন কন্ট্রোলার/ সিআরবি শাহিদ হোসেন খোকন, এসএম গ্রেড-১/লাকসাম মো. শাহাবুদ্দিন, স্টেশন মাস্টার ষোলশহর মো. জাফর উল্ল্যাহ মজুমদার, এসএম/ক্যান্টনমেন্ট মো. ফকরুল আলম পারভেজ, এসএম/জানআলীহাট মো. আব্দুস সালাম ভূঁইয়া, টিএনএল মো. মহিউদ্দিন মুকুল, এসএম/নাজিরহাট কাজী মো. শাহাদাত হোসেন, এসএম/ সীতাকুন্ড মতিলাল বড়ুয়া, ট্রেন পরিচালক মো ফয়েজ আহমেদ, আবুল বাশার, এসএম/এসআরভি আবু হানিফ, এসএম/ফৌজদারহাট রতন দাশ, এসএম মাজহারুল ইসলাম, সিএসএম/চট্টগ্রাম জংশন মো. ওয়াসিম আকতার, এসএম/পাহাড়তলি আবু জাফর মজুমদার, রাজকুমার রায়, মো. মারুফ হোসেন, কাজী ওয়াহিদা রহমান, এসএম/ফতেয়াবাদ মো. আরিফুল ইসলাম, আরএসএম/চট্টগ্রাম আবু জাফর মো. ইলিয়াস, সঞ্জিব দাশ, কুমিরা ওসমান গনি, মো. মেশকাত, আবুল কালাম, নুরুল আমিন লিটন, মো. কামরুজ্জামান, শাহীনুল ইসলাম রাসেল, আব্দুল আখের অপু, আব্দুল্লাহ আল মামুন, সুজন দাশগুপ্ত, তন্ময় দাশ, আকতার হোসেন, ইমরুল কায়েস, আবিদ হোসেন মুরাদ, মো. জসিম উদ্দিন, নীতিষ চাকমা, মো. শোয়েব, বিশ্বজিৎ, এস এম মাহমুদ হাসান, মো. শামছুজ্জামান, এমরান হোসেন রিংকু, মিাঈন উদ্দিন মামুন, মো. শরিফুল ইসলাম, সালমান শাহ রনি, মোকতার আহমেদ, আসমা আক্তার, তানজিনা শাহনাজ, ম্যাকডোনাল্ড সিং, এএসএম- আতিকুর রহমানসহ চট্টগ্রাম পরিবহন বিভাগের বিভিন্ন শ্রেণীর কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি