মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত কবির কন্ঠে কবিতা পাঠ ও বসন্ত উৎসব নগরীর ফুলকি স্কুলের এ কে খান স্মৃতি মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাংস্কৃতিক সংগঠক মো. জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, বিজয় বসাক, চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সিনিয়র সহ-সভাপতি রুহি মোস্তফা, রাউজান সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি আনন্দ মোহন রক্ষিত, মিরসরাই সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক কবি কাঞ্চনা চক্রবর্তী, কবি আশীষ সেন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীতশিল্পী দীপেন চৌধুরী, স্বস্তি গ্রুপ এডমিন ও ট্রেইনার, চাটগাঁইয়্যা নওজোয়ান’র সাধারণ সম্পাদক আখিল সিরাজ, স ম জিয়াউর রহমান, আবৃত্তিকার সেঁজুতি বড়–য়া, শবনম ফেরদৌসী, মিস বাংলাদেশ-২০২০ সুপার টপটেন অনন্যা চৌধুরী কোয়েনা, ডা. আর কে রুবেল, বিদ্যানিকেতন ইনস্টিটিউট’র অধ্যক্ষ রতন দাশগুপ্ত, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, ইলিয়াছ রিপন, মটরযান মালিক চালক সমিতির সাধারণ সম্পাদক শেখ ইমরান, বিনোদনের রঙ সম্পাদক নাছির হোসাইন জীবন, নবীন কন্ঠ সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন, চট্টগ্রামের সময় ও আরজি বাংলা টিভির এডমিন এমডি এইস রাজু, পলাশ দত্ত, উদ্যোক্তা লাভলী লেডিস গ্রুপের এডমির রুপা, রুম্পা, লেডিস ই-কমার্স অপরাজিতার এডমিন মেরিন রহমান বৃষ্টি, নুসরাত ফারিয়া, একটিভ ই-কমার্স এডমিন রীতা, যুব নারী উন্নয়ন সংস্থার এডমিন পূর্ণিমা, হৈমন্তি আকতার, সুরভী আফরিন নিশিতা, নাদিয়া সুজান, মিসেস রুজ্জাতুন্নিছা, ফাতেমা সুলতানা, তসলিমা জান্নাত, নৃত্যশিল্পী মৃত্তিকা, কুষান, অধরা, প্রিয়া, সবুজ।
অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করে নিক্কন একাডেমী ও বিথী একাডেমী।
সভায় বক্তারা তরুণ প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশমাতৃকার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি
মহানগর