চট্টগ্রামে করোনা শনাক্তের হার আবারো ১ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক »

চট্টগ্রামে আবারও করোনা শনেক্তের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ১৩২৭ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনাভাইরাসের জীবানু পাওয়া গেছে। নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ।

শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৩২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের ১৩ জন এবং উপজেলার ৫ জন। এ পর্যন্ত চট্টগ্রামে সর্বমোট ১ লাখ ২ হাজার ৬৩৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যাদের মধ্যে নগরের ৭৪ হাজার ২৬৩ জন এবং উপজেলার ২৮ হাজার ৩৭০ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন, বি. আই. টি. আই. ডি. ল্যাবে ৩১৫ জনের নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৫২ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং জেনারেল হাসপাতাল আর টি আর এল ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে।

এছাড়া, ২৮ জনের এন্টিজেন পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

প্রাইভেট হাসপাতালের মধ্যে শেভরণ হাসপাতাল ল্যাবে ৫৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষায় কারোর দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।