৯০২ নমুনায় ১০৬ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক <
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ৯০২টি নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে ১০৬ জনের মধ্যে। এতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ হাজার ৩৯০ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৫ নমুনায় ২৯ জনের শরীরে, বিআইটিআইডিতে ২৮১ নমুনায় ২৪ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ২৭ নমুনায় ২ জনের, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৫২ নমুনায় ২০ জনের, ইম্পেরিয়াল হাসপাতালে ৬৭ নমুনায় ১৩ জনের, শেভরনে ২০৩ জনের নমুনায় ৮ জনের, মা ও শিশু হাসপাতালে ২১ জনের নমুনায় ৬ জনের, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৩ জনের নমুনায় ৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের নমুনায় কারো করোনা পজিটিভ পাওয়া যায়নি। এছাড়া আরটিআরএল ল্যাবে গতকাল কোনো নমুনা রিপোর্ট ছিল না।
উল্লেখ্য, চট্টগ্রামে গত এপ্রিলে করোনার প্রকোপ বৃদ্ধির পর লকডাউনের প্রভাবে করোনা শনাক্ত ও মৃত্যুর হার কমে এসেছিল। এখনও সেই ধারা অব্যাহত রয়েছে।