৫ লাখ টাকার জাল জব্দ

মৎস্য অধিদপ্তরের অভিযানে জব্দকৃত জাল

নিজস্ব প্রতিবেদক :
সামদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, মজুদ, সংরক্ষণ ও সহনশীল মৎস্য আহরন নিশ্চিত করার লক্ষ্যে মহানগরীর সমুদ্র উপকূলীয় এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়েছে মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম।
মঙ্গলবার (১৬ জুন) জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সহায়তা করেন কোস্টগার্ডের পূর্ব জোনের কর্মকর্তারা।
জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী জানান, অভিযানে ১০ হাজার মিটারের ২০টি অবৈধ বেহুন্দি ও ভাসান জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অধিপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ারুল আমিন, মো. কামাল উদ্দীন, চন্দনাইশ উপজেলার মৎস্য কর্মকর্তা আওলাদ হোসেন।
উল্লেখ্য, মাছের প্রজনন বৃদ্ধিতে সরকার ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান এবং বানিজ্যিক ট্রলার দিয়ে মৎস্য ও ক্রাস্টাশিয়ান আহরণ কার্যক্রম নিষিদ্ব করেছে।