সুপেয় পানির সংকট নিরসনে পুকুর পরিষ্কার জরুরি : সুজন

এবার মজাপুকুর পরিষ্কার চসিকের

কচুরিপানা ও আবর্জনায় ভরে যাওয়া মধ্যম রামপুর যাত্রা মহাজনের বাড়ির পুকুরটি বৃহস্পতিবার সকালে পরিষ্কার করলো চট্টগ্রাম সিটি করপোরেশন।
পরিষ্কার অভিযান কার্যক্রম তদারক করেন করপোরেশনের উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী।
মোর্শেদুল আলম চৌধুরী জানান, প্রশাসক খোরশেদ আলম সুজন পুকুরটি পরিষ্কারের ব্যবস্থা নির্দেশ দেন। তাই পরিষ্কার অভিযান পরিচালনা করছি। চট্টগ্রাম সিটি করপোরেশন এতোদিন নগরীর বিভিন্ন খাল পরিষ্কার করছিলো।
এবার পুকুর পরিষ্কারের উদ্যোগ নেয়া প্রসঙ্গে প্রশাসক ফোনে চসিকের জনসংযোগ শাখাকে জানান, পানির অপর নাম হলো জীবন। আর সেই পানি যদি দূষিত হয় তাহলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ে। পানির দূষণ থেকে পেটের পীড়া ডায়রিয়া, টায়ফয়েড নানা রোগ বালায় দেখা দিতে পারে। তাই পুকুরটি পরিষ্কারের ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া নগরীর অনেক এলাকায় এখনো সুপেয় পানির সংকট রয়েছে। নগরীর সমুদ্র উপকূলীয় এলাকার জনসাধারণ এখনো লবণাক্ত পানি ব্যবহার ও পান করে। তাই এই পুকুরটি পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা হলো। আশাকরি যাত্রা মোহনের বাড়ির বাসিন্দারা নিজেদের প্রয়োজনে পুকুরটি এবার থেকে পরিষ্কার রাখবেন। বিজ্ঞপ্তি