সন্ত্রাসী হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে

পটিয়ায় প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

পটিয়া উপজেলা যুবলীগের তিন নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এখনো পর্যন্ত চুপ মেরে আছি। যুবলীগের তিন নেতার ওপর জামাত শিবিরের এজেন্টরা পরিকল্পিতভাবে ব্রাশ ফায়ার চালিয়ে হত্যার চেষ্টা করেছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও বিএনপি জামায়াত, সর্বহারা লোকদের ত-ব চলছে পটিয়ায়। যুবলীগ নেতাদের ওপর সন্ত্রাসী হামলার দাঁত ভাঙা জবাব দিবে পটিয়ার মানুষ। আমি আমার ভাইদেরকে হত্যা চষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) পটিয়া উপজেলা যুবলীগের ডি.এম জমির উদ্দিন, সাইফুল ইসলাম, ইকবাল ও আরিফের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে পটিয়ায় প্রধান বক্তার বক্তব্যে যুবলীগ নেতা বদিউল আলম এসব কথা বলেন।

সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ কে এম আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৭৫ পরবর্তী ছাত্রলীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির রাশেদ, সাবেক পৌর কাউন্সিল হাসান মুরাদ, সাবেক ছাত্রনেতা ও শিশু সংগঠক মো. সাহাব উদ্দিন, পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল ইমরান, উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, কৃষকলীগের পটিয়া উপজেলার সাধারন সম্পাদক আবু ছৈয়দ, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য দিদারুল হক জসিম, সাবেক ছাত্রনেতা ফজল আহম্মদ দৌলতী, নাছির উদ্দিন, নুরুল আবছার খোকন, শ্রমিকলীগ নেতা সাইফুদ্দিন ভোলা, যুবনেতা আমান উল্লাহ আমিরি, হাসান শরীফ, আনোয়ার হোসেন, উজ্জল ঘোষ, তৌহিদুল ইসলাম জুয়েল, আউয়াল, মোহাম্মদ হোসেন, মো. হারুন, সাইফুল ইসলাম জুয়েল, ছাত্রনেতা জয়নাল আবেদীন ফরহাদ, আবদুল কাদের, ছোটন আর্চায্য, বাদশা মিয়া, মো. সাইফু, সাব্বির আহমেদ, সাজ্জাদ হোসেন, আবদুল করিম, মো. রুবেল, রাফি। সাবেক ছাত্রনেতা আজিজুল হক মানিক প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন।