সংকটকালীন সময়ে মানবিক আদর্শকে জাগ্রত করতে হবে

মেয়রের সাথে বেসরকারি ক্লিনিক মালিকদের মতবিনিময়

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, কোভিড-১৯ সংক্রমণের প্রাথমিক স্তর আমরা যথেষ্ট দক্ষতার সাথে সামাল দিতে পেরেছি। এজন্য চিকিৎসক ও সম্মুখ যোদ্ধাদের ভূমিকা অপরিসীম। সে সময় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও পরিস্থিতি সমানভাবে সামাল দিয়েছে। একইভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি ক্লিনিক মালিকরা সরকারি নির্দেশনা অনুয়াযী তাদের অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সংকটকালীন সময়ে ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে সেবার মানবিক আদর্শকে জাগ্রত করতে হবে। তাহলেই সমন্বিত উদ্যোগে কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করে আমরা আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারবো। গতকাল রোববার বিকেলে বেসকারি ক্লিনিক মালিকদের একটি প্রতিনিধিদল সাক্ষাত করতে এলে তিনি তাদের উদ্দেশ্যে একথা বলেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্যানেল মো. গিয়াসউদ্দিন, ডা. লিয়াকত আলী খান, ডা. কিউ এম ওহিদুল আলম, ডা. মো. ইউসুফ, ডা. এ কে এম ফজলুল হক, ডা. আবু নাছের, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সৈয়দ মাহবুবুল হক, ডা. মো. এনামুল হক, ডা. এস এম খালেদ, ডা. সোলাইমান চৌধুরী সুমন, ডা. এম এ কাশেম, ডা. ইমামুল হক, আশীষ দে, রাজিব দে, ডা. রেজাউল ইসলাম।
সভার শুরুতে বেসরকারি ক্লিনিক মালিকগণ মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। বিজ্ঞপ্তি