‘শিশুদের মেধা বিকাশে রোটারি ক্লাব শুরু থেকে কাজ করছে’

রোটারি ইন্টারন্যাশনাল এর অর্থায়নে রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল কর্তৃক নন্দনকানন ডি বি ইন্সটিটিউশনে সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। স্কুলের অফিস কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্লের প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল কান্তি বড়–য়া।
ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সপু বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিজি রোটারিয়ান অধ্যাপক তৈয়ুব চৌধুরী এমপিএইচএফ।
বিশেষ অতিথি ছিলেন ক্লাব অ্যাসিস্ট্যান্ড গভর্নর রোটারিয়ান আসাদুল হক, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান বোরহান উদ্দিন, রোটারিয়ান জয়শান্ত বিকাশ বড়–য়া পিএইচএফ, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান অমরেশ বড়–য়া চৌধুরী এমপিএইচএফ, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শিমুল বড়–য়া পিএইচএফ, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান নৃপতি রঞ্জন বড়–য়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য সত্যপ্রিয় বড়–য়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়–য়া, রোটারিয়ান সজীব বড়–য়া ডায়মন্ড পিএইচএফ, রোটারিয়ান গোপাল পাল, স্কুলের প্রধান শিক্ষিকা সুলেখা চৌধুরী ও আফশুকা খানম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা বিকাশে রোটারি ক্লাব শুরু থেকে কাজ করে আসছে। চট্টগ্রামের শিক্ষার উন্নত পরিবেশ করতে এবং শিশুদের মেধা বিকাশে রোটারি ক্লাবের বিশেষ ভূমিকা রয়েছে। ক্লাবের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি