বর্ষায় প্রকৃতি সাজে নতুন সম্ভারে

সন্দীপনার বর্ষা মঙ্গল অনুষ্ঠানে বক্তারা

সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা ও লোককলা বিভাগের যৌথ আয়োজনে ‘বর্ষা মঙ্গল অনুষ্ঠান’ গতকাল সকাল ১১টায় শেখ মুজিব রোডের সঙ্গীত চর্চা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। ভার্চুয়ালি প্রধান অতিথির ভাষণ দেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সন্দীপনার কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা যদু গোপাল বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন চবি অধ্যাপক সুফিয়া বেগম, হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ শেখ এ রাজ্জাক রাজু, উজ্জ্বল কান্তি বড়–য়া, তাজুল ইসলাম রাজু, এম এ হাশেম, মুকুল শিকদার, বাবুল কান্তি দাশ, কবিয়াল আবদুল লতিফ, সংগঠক নিবেদিতা আচার্য্য, সন্তোস কুমার দে, প্রণব রাজ বড়–য়া, মো. রাকিব, মোশারফ হোসেন খান রুনু, আনিস খোকন, হারুনুর রশিদ, মো. দেলোয়ার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডিকে দাশ মামুন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী মেজবাহ উদ্দিন চৌধুরী ও নাট্যকর্মী নন্দীনি দেব। আলোচনায় বক্তারা বলেন, বর্ষায় প্রকৃতি নতুন প্রাণের ছোঁয়া পায়। প্রকৃতি সাজে নতুন সম্ভারে। পল্লী বাংলায় বর্ষার যে রূপ এমনটি বিশে^ কোথাও খুঁজে পাওয়া যায় না।
সঙ্গীত, কবিতা পাঠ ও পুঁথি পাঠে অংশ নেন শিল্পী মুসলিম আলী জনি, জাহানা পারুল, হরিপদ দেয়ারী, এমরান হোসেন মিঠু, উজ্জ্বল সিংহ, বাসুদেব রুদ্র, বৃষ্টি দাশ, জ্যোতি শর্মা, স্বর্ণময়ী শিকদার, মৈত্রী আচার্য, শিল্পি শর্মা প্রমুখ। সঙ্গীতানুষ্ঠানের পর লোকায়েত কবির গানে অংশ নেন কবিয়াল আবদুল লতিফ ও সন্তোস কুমার দে। বিজ্ঞপ্তি