লড়াইয়ের নাম নেইমার-লভরেন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

কাতার বিশ্বকাপের শেষ আটে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। লড়াইটা দুই দলের হলেও কিছু খেলোয়াড় গড়ে দিতে পারেন পার্থক্য। এ ম্যাচে লড়াইটা হবে দাইয়ান লভরেন ও নেইমারের মাঝে। দুই জনের লড়াই অবশ্য নতুন না। কাতারে আরো একবার মুখোমুখি হচ্ছেন পুরনো দুই প্রতিদ্বন্দ্বী। খবর ডেইলি বাংলাদেশ’র
নেইমার আক্রমণভাগের খেলোয়াড়, লভরেন রক্ষণভাগের। দুজন বিপরীত হওয়ায় লড়াইটাও বেশ জমে। দুজনের লড়াই ক্লাব ফুটবল থেকেই শুরু। তখন থেকেই একে অন্যের প্রতিপক্ষ। আরেকবার নেইমারকে সামলানোর প্রস্তুতি নিচ্ছেন লভরেন। দু’জনে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছিলেন। তাতে সবগুলোতেই নেইমারের কাছে হার মেনেছেন ৩৩ বছর বয়সী লভরেন। তার দলের বিরুদ্ধে নেইমার গোল করেছেন মোট চারটি। একবার নেইমারকে আটকাতে পারেননি ক্রোয়েট তারকা। এর মধ্যে জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। ঘরের মাঠে আসরের ম্যাচটিতে নেইমার করেন জোড়া গোল। ২০১৮ সালে দুই দলের প্রীতি ম্যাচে ২-০ গোলে জেতে ব্রাজিল। সেবার নেইমার গোল করেন একটি। এগুলোর কোনোটিই হয়তো লভরেনের ক্যারিয়ারে খুব গুরুত্বপূর্ণ কিছু ছিল না। সবচেয়ে বড় দুঃখটা নেইমার ক্রোয়েট ডিফেন্ডারকে উপহার দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগে। সেই ম্যাচে ২০১৮-১৯ মৌসুমে লভরেনের লিভারপুলকে ২-১ গোলে হারায় পিএসজি। ব্রাজিল-ক্রোয়েশিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে চারবার। ২০০৫ সালে প্রথমটি ড্র হওয়ার পর টানা তিনটি জিতেছে ব্রাজিল। এবার ব্রাজিলের বিরুদ্ধে ক্রোয়েশিয়ার যেমন আক্ষেপ ঘোচানোর লড়াই, তেমনি নেইমারের বিরুদ্ধে লভরেনেরও জেতার লড়াই।