লকডাউনে যেসব পর্যটনস্থান সবচেয়ে বেশি মিস করেছে মানুষ

সুপ্রভাত ডেস্ক :
লকডাউনের মধ্যে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে একগুচ্ছ পোস্ট করেছেন বিশ্বের বহু মানুষ। তাতেই উঠেছে এসেছে হোম কোয়ারেন্টাইনেও বিশ্বের একটা বড় অংশের মানুষ কোন পর্যটনস্থান ব্যাপক ভাবে মিস করেছেন।
লকডাউন ধীরে ধীরে উঠছে। এ বছর অনেকেই বেড়াতে যেতে পারেননি। ভ্রমণপিপাসুদের মন খারাপের বছর। লকডাউন উঠলেও করোনা ভাইরাস বেড়াতে কতটা যেতে দেবে, তা নিয়েও সন্দেহ। তবু মন তো লকডাউন মানে না। পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে যায় মুহূর্তে। তা লকডাউনের মধ্যে বাড়িতে কোয়ারেন্টাইনেও বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষরা দেদার ইন্টারনেট সার্চ করেছেন ফেভারিট ডেস্টিনেশন নিয়ে।
তা নিয়েই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম একটি সার্ভে করেছে। লকডাউনের মধ্যে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে একগুচ্ছ পোস্ট করেছেন বিশ্বের বহু মানুষ। তাতেই উঠেছে এসেছে হোম কোয়ারেন্টাইনেও বিশ্বের একটা বড় অংশের মানুষ কোন পর্যটনস্থান ব্যাপক ভাবে মিস করেছেন। উত্তরটি হল মিশরের পিরামিড। এমনকি যারা পিরামিড দেখেছেন আগে, তারা মিশরের সেই বিস্ময় স্থানেই ফিরতে চেয়েছেন আরও একবার।
সার্ভেতে দেখা গিয়েছে, লকডাউনে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে ২ লক্ষ ৮ হাজার ৩৬২টি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে। এরা সকলেই লকডাউনে বাড়িতে বসে ফেভারিট ডেস্টিনেশন জানিয়েছে। তাতে দেখা গিয়েছে, বিশ্বের ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় হল গিজার পিরামিড। বিশ্বের একটি বড় অংশের মানুষ আরেকবার অন্তত মিশরের পিরামিড স্বচক্ষে দেখতে চেয়েছেন।
তারপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজনি ওয়ার্ল্ড, প্যারিসের আইফেল টাওয়ার ইত্যাদি। দুঃখের বিষয় হল, ভারতের কোনও পর্যটনস্থান এই তালিকায় জায়গা পায়নি।
খবর : নিউজ১৮’র।