সংশয় কাটাতে চবির নমুনা যাচ্ছে ঢাকায়

চবিতে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধনের পর ফিতা কেটে প্রবেশ করেন উপাচার্য ড. প্রফেসর শিরীণ আখতার

৮১ টির মধ্যে ৭৮টি পজিটিভ #

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা করা নমুনায় পজিটিভের সংখ্যা বেশি হওয়ায় কিছু নমুনা রোববার পাঠানো হচ্ছে ঢাকার রোগতত্ত্ব , রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইসিডিআর)। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি বলেন, ‘সাধারণ নিয়মে যেকোনো নতুন ল্যাব চালু করলে তার কিছু নমুনা ঢাকায় পাঠাতে হয়। একই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবের নমুনা ঢাকায় পাঠানো হবে। এ ল্যাবে পরীক্ষা হওয়া নমুনার ফলাফলে পজিটিভ বেশি আসে। তা নিয়ে উনারাও তা পুনঃনিরীক্ষণ করছেন। এরপরেও নমুনা ঢাকায় পাঠালে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে কোন ধরনের সমস্যা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘উনারা বিদগ্ধ লোক। তাই উনাদের ল্যাবে কোন প্রকার ত্রুটি থাকবে বলে মনে করি না। এরপরেও ঢাকায় নমুনা পাঠালে এ পরীক্ষা নিয়ে কোন সংশয় থাকবে না।’
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম মনিরুল হাসান বলেন, ‘আমাদের ল্যাবে কোন ধরনের সমস্যা নেই। এরপরেও গতকাল (শুক্রবার) প্রথম নমুনা পরীক্ষায় পজিটিভ এর সংখ্যা বেশি হয়। এজন্য আমরাও বিষয়টি আবার পুনঃনিরীক্ষণ করে দেখছি। আমরা আজকে (শনিবার) পুরনো নমুনা থেকে কিছু নমুনা পরীক্ষা করছি। এরপরেও আগামীকাল (রোববার) আমাদের সংগৃহীত কিছু নমুনা ঢাকার আইইসিডিআর-এ পাঠানো হবে। ঢাকার রিপোর্ট আসলে বিষয়টি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।’
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে গত শুক্রবার হাটহাজারী এলাকার ৮১ টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৭টি পুরানো নমুনা ও ৭৪টি নতুন নমুনা। নমুনাগুলোর পরীক্ষার ফলাফলে ৩ টি নেগেটিভ ও ৭৮টি পজেটিভ আসে।