রাজাকারের নাম সরিয়ে মুক্তিযোদ্ধার নামে সড়ক

আনোয়ারা
নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা : 
বদলে গেলো আনোয়ারা উপজেলার সিইউএফএল (চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিডেট) থেকে পারকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে বাঁ দিকে অবস্থিত রাজাকার আবদুল গনি চৌধুরীর নামে সড়কের নামফলক। মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন ওই সড়কের নামফলক ভেঙ্গে মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামে ফলক বসিয়ে দেন।
বিকালে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ নিজে উপস্থিত থেকে নামফলকটি পরিবর্তন করেন নতুন নামফলকটি বসিয়ে দেন। এ সময়ে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান উপস্থিত ছিলেন।
জানা গেছে, উপজেলার সিইউএফএল (চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিডেট) থেকে পারকি সমুদ্র সৈকতে যাওয়ার পথে বাঁ দিকে অবস্থিত সড়কটির নাম বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামকরণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী নামে সড়কটি নামকরণ করা হলো। একজন রাজাকারের নামে সড়কটি নামকরণ করা ছিলো এই সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর আগের নামফলকটি সরিয়ে শহীদ বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী নামে সড়কটি নামফলকটি স্থাপন করা হয়।