রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ার পদুয়া ত্রিপুরা সুন্দরী এলাকায় গতকাল শনিবার ভোরে বন্য হাতির আক্রমণে মো. আবদুল আজিজ (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা গেছে, নিহত কৃষক পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী এলাকায় শাক, বেগুন, করলাসহ নানা ধরনের সবজি চাষ করতেন। সবজি ক্ষেত থেকে ফেরার পথে ভোর সকালে বন্য হাতির দল পায়ে পিষ্ট করে কৃষক আবদুল আজিজ কে হত্যা করে। পুলিশ ও বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কৃষকের লাশ উদ্ধার করেছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেন, কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২৬ জুন সন্ধ্যায় নারিশ্চা ১ নম্বর ওয়ার্ডের মোবারক আলী টিলায়ও বন্য হাতির আক্রমণে শাহ্ আলম (৫৫ ) নামের আরো এক কৃষকের মৃত্যু হয়। তিনি শিলক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা।