রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে অশ্লীল ভাষা ও অসংগত আচরণের অভিযোগে রাউজান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনাকে অপসারণ করা হয়েছে। সরকারি ব্যয়ে কুমিল্লায় পরিবার পরিকল্পনা সেবামূলক মৌলিক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে এ ধরনের আচরণ করেন তিনি। এ ব্যাপারে অভিযোগ পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তদন্ত করেন এবং এর সত্যতা পাওয়ায় পর সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয় ।
গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধির সঙ্গে অসংগত আচরণ করার অপরাধে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশেধিত এর ১৩ (২) ধারা এবং উপজেলা পরিষদ সদস্য ও মহিলা সদস্যদের অপসারণ অনাস্থা, পদশূন্যতা বিধিমালা ২০১৬ মোতাবেক রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফৌজিয়া খানম মিনাকে পদ থেকে অপসারণ এবং রাউজান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে।