রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে র‌্যালি

মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমনের মাস রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে নগরীতে র‌্যালি ও সমাবেশ করেছে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়া ও মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম জেলা শাখা।
৮ অক্টোবর বাদে জুমা দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার মহানগর সভাপতি খলিফা আল্হাজ্ব মুহাম্মদ বোরহান উদ্দিন মাইজভা-ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আন্জুমানের সাবেক সভাপতি খলিফা মুহাম্মদ ইকবাল রিসালপুরী, বিশেষ অতিথি ছিলেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী ট্রাস্টের মহাসচিব খলিফা অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী মাইজভা-ারী, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক খলিফা কাজী শহীদুলাহ। উদ্বোধক ছিলেন মইনীয়া যুব ফোরামের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী তৌহিদুল কাদের চৌধুরী মাইজভা-ারী।
বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (দ.) নতুন কোনো আচার উৎসব নয়। যুগ যুগ ধরে দেশে দেশে ঈদে মিলাদুন্নবী (দ.) পালিত হয়ে আসছে। রাহমাতুলিল আলামিন দয়াল নবীজীর (দ.) দুনিয়ায় শুভাগমনে আনন্দ খুশি উৎসব করার মধ্যে অশেষ ফায়দা, কল্যাণ ও পুণ্য নিহিত। ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন ইসলামী নির্দেশনারই বাস্তবায়ন মাত্র। এতে আলাহর মেহেরবানি ও প্রিয়নবীর (দ.) সন্তুষ্টি মেলে। বিজ্ঞপ্তি