মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র ত্রাণ বিতরণ

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবরোধে সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন মানুষের কথা চিন্তা করে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র উদ্যোগে নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘দেশে করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ড, সীতাকু-সহ দেশের বিভিন্ন অঞ্চলে লাকডাউনে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রি, করোনা রোগীদের জন্য অক্সিজেন সরবরাহসহ করোনা ভাইরাসরোধে বিভিন্ন স্বাস্থ্য সামগ্রি প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম, ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ড এর কাউন্সিলর নুরুল আমিন, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম, ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজ সেবক মজিবুর রহমান, সাইফুল হাবিব, আব্দুর রাজ্জাক দুলাল, জাহাঙ্গীর কোম্পানী, হাজী বেলাল প্রমুখ। বিজ্ঞপ্তি
এছাড়াও অনুষ্ঠানে দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য করোনা ভাইরাস হতে মুক্তির জন্য দোয়া ও মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি