মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজন

ইউসেফ বাংলাদেশ

মুজিব বর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষে ইউসেপ বাংলাদেশ ৫ সেপ্টেম্বর ইউসেপের প্রধান কার্যালয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ।
বিশেষ অতিথি ছিলেন মুজিব বর্ষ উদযাপনের জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর প্রাক্তন মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের এবং এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপার্সন মিসেস পারভীন মাহমুদ এফসিএ। এতে ইউসেপ বোর্ড অব গভর্নরের প্রাক্তন চেয়ারপার্সন, ভাইস চেয়ারপার্সন, ইউসেপ
অ্যাসোসিয়শনের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. আবদুল করিম ইউসেপের অতীত, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। শেষে ইউসেপ বাংলাদেশের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি