মিরাজের ম্যাজিক সেঞ্চুরি

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খাদের কিনারা থেকে বাংলাদেশকে ৩৮ রানের ইনিংসে অবিশ্বাস্য জয় এনে দেন অলরাউন্ডারমেহেদীহাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচেও ধুঁকতে থাকা বাংলাদেশের কান্ডারি হলেন সেই মিরাজ। তুলে নিলেন ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছে এই অলরাউন্ডারের ম্যাজিক। তাতে ভারতের নামকরা সব বোলারকে চমকে দিয়ে ক্যারিয়ারের প্রথম শতক এলো মিরাজের ব্যাটে। খবর ডেইলি বাংলাদেশ’র।

মিড অফ ও এক্সট্রা কাভারের মাঝ দিইয়ে, এরপর এক্সট্রা কাভারের ওপর দিয়ে দুটি চার। প্রথম দুটি শটে দুর্দান্ত টাইমিং আর প্লেসমেন্ট। ৮৫ রান নিয়ে শেষ ওভার শুরু করেছিলেন মিরাজ। শার্দুল ঠাকুরের প্রথম বলে স্কয়ার লেগের ওপর দিয়ে মারলেন ছক্কা। নাকল বল ছিল, তবে টাইমিং করতে সমস্যা হয়নি কোনো। পরের বলটি ছিল ডট। এরপরের বলে মিরাজ যেন নিজেকেই ছাড়িয়ে গেলেন আরেকবার, বল পাঠালানের মিডউইকেটের ওপর দিয়ে গ্যালারিতে।

পরের বলে মিড অফের ওপর দিয়ে তুলে মেরেছিলেন, বাউন্ডারি না হলেও পেয়েছেন ডাবলস। শেষ বলে ৯৯ রানে দাঁড়িয়ে ছিলেন মিরাজ, শেষ বলে সিঙ্গেল নিলেন, এরপর মুষ্ঠিবদ্ধ হাতে উদ্যাপন করলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও মাত্র ৮৩ বলেই। উল্লাসে ফেটে পড়ল মিরপুরের গ্যালারি। তার ম্যাজিক সেঞ্চুরিতে ২৭১ রানে থামে বাংলাদেশের ইনিংস।