মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

১২তম সভা এবং কমিউনিটি পুলিশের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন চান্দগাঁও আবাসিক এলাক কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী

কমিউনিটি পুলিশের সাথে চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির মতবিনিময়

চান্দগাঁও আবাসিক এলাক কল্যাণ সমিতির সভাপতি সমাজসেবক হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। আমরা মধ্য আয়ের দেশ থেকে ধীরে ধীরে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। এ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের ১২তম সভা, করোনা মহামারির কারণে দীর্ঘ ৫ মাস পরে সকল স্বাস্থ্যবিধি মেনে ১২তম সভা এবং কমিউনিটি পুলিশের সাথে কল্যাণ সমিতির মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
২২ আগস্ট সন্ধ্যায় চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি হাসান মাহমুদ চৌধুরী।
মোনাজাত পরিচালনা করেন কল্যাণ সমিতির সদস্য মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। ১২তম সভা ও কমিউনিটি পুলিশের মতবিনিময়ে আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ ইউসুফ সিকদার, আহসানুল করিম, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আতাউর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুর রহিম, দৈনিক চট্টগ্রাম মঞ্চের সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, সহ সভাপতি প্রকৌশলী মো. ইসমাইল, মো. ফজলে আহাদ, তৌফিক হোসেন, মো. আতাউর রহমান, মো. লুৎফুল করিম সোহেল, মো. নুরুল আবছার, অ্যাডভোকেট মাহবুবুল আলম চৌধুরী, মো. ওসমান গণি, মো. তারিকুল ইসলাম (সেন্টু), আবু তৈয়ব, অ্যাডভোকেট আবু মো. হাশেম, আলাউদ্দীন ইউসুফ, মো. আবু জাফর, সিদ্দিকুর রহমান, মো. রুহুল আমিন, নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে আহাদ, মো. হারুন, প্রফেসর আতাউল করিম চৌধুরী, সিএস মাহমুদ চৌধুরী, মুহাম্মদ গোলাম আব্বাস, আবদুল মান্নান, তৌকিউল ইসলাম, ইকরামুল হক চৌধুরী, জহির উদ্দিন বাবর, ফরিদ আহমদ, সাবের আহমদ, কায়সার হোসেন টিটু, অ্যাডভোকেট বদরুল হুদা মামুন, এনামুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি