মাদক নির্মূল পরিবার থেকে শুরু করতে হবে

কারিতাসের মাদক প্রতিরোধে কর্মশালা

মাদক প্রতিরোধে পরিবারের গুরুত্ব অপরিসীম। যথাযথ পারিবারিক গঠনই পারে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে। মাদক নির্মূল করতে হলে প্রথমে পরিবার হতে শুরু করতে হবে। পরিবারের পাশাপাশি সমাজেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মাদক প্রতিরোধে। শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক বিক্রেতাদের সমাজ হতে নির্মূল করা যাবে না।
কারিতাস স্মাইল প্রকল্প আয়োজিত কর্মশালায় বক্তারা উপরের কথাগুলো বলেন। মাদক প্রতিরোধে সরকারি সংশ্লিষ্ট অধিদপ্তর, সেবাদানকারী বিভিন্ন সমমনা প্রতিষ্ঠান এবং মিডিয়া পর্যায়ে সমন্বয়ের উদ্দেশ্যই এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কারিতাস চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাদকপ্রতিরোধে সরকারি ও সমমনা প্রতিষ্ঠানের সমন্বয় শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আ.স.ম জামশেদ খন্দকার। ২৮ সেপ্টেম্বর আয়োজিত এ কর্মশালায় কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক মি. রিমি সুভাস দাশ। প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের দাতা সংস্থা লুক্সেমবাগের্র বাংলাদেশের কান্ট্্ির ম্যানেজার সুভাস সাহা। আরও বক্তব্য রাখেন ইলমার প্রধান নির্বাহী পরিচালক জেসমিন সুলতানা পারু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, কাউন্সিলর আব্দুল সালাম মাসুম, কাউন্সিলর শাহীন আক্তা রোজি, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাউথ এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাবিব রহমতউল্লাহ, এসডিজি ইয়ুথ ফোরামের চট্টগ্রাম বিভাগের সভাপতি নোমানউল্লাহ বাহার, ওয়ার্ন্ড ভিশন, ব্র্যাক, ব্লাস্ট, আশার আলো সোসাইটি, সাজেদা ফাউন্ডেশনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবর্গ। বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ মোট ৪৭ জন উপস্থিত ছিলেন। মাদক ও ঝুঁকিপূর্ণ অবস্থা হতে ফিরে আসা ১০ জন ক্লায়েন্টকে ৫ হাজার টাকা করে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি