মহানগরী কিশোর ফুটবল লিগে শোভনীয়া একাডেমি চ্যাম্পিয়ন

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত স্টিভিডোর প্রতিষ্ঠান কে এম এজেন্সির পৃষ্ঠপোষকতায় মহানগরী কিশোর ফুটবল লিগে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।  দামপাড়া পুলিশ লাইন মাঠে গতকাল ফাইনালে তারা ২-১ গোলে রামপুরা ফুটবল একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের রায়হান আহম্মদ ঈশান ও ইসরাফিল জামান ইমন  একটি করে গোল করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমসি পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহাগনরী ক্রীড়া সংস্থার সভাপতি কৃষ্ণ পদ রায পুরস্কার বিতরণ করেন। সংস্থার ক্রিকেট কমিটির সাবেক সম্পাদক যাহেদুর রহমান এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ফুটবল কমিটির সভাপতি ও উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আ স ম  মাহতাব উদ্দিন, সংস্থার সহ-সভাপতি ও উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারিশ, উপ পুলিশ কমিশনার এস্টেট ও ডেভলপমেন্ট এস এম মোস্তাইন হোসাইন, উপ পুলিশ কমিশনার সরবরাহ হোসাইন কবির ভুঁইয়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজি রবিউল ইসলাম, মহানগরী ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ইবাদুল হক লুলু, নির্বাহী কমিটির সদস্য  বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম, বীর প্রতীক, তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, সেকান্দার কবির, শরীর গঠন সম্পাদক মনোতোষ ঘোষ, সেলিম মিয়া, মনোরঞ্জন সাহা, ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান শামীম আজাদ খোকন, সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র, কমিটির যুগ্ম সম্পাদক রাকিব মাহমুদ, মাহবুবুল আলম ভূঁইয়া মুকুল, এম এ মুসা বাবলু, জহির উদ্দিন প্রমুখ।

চ্যাম্পিয়ন দল ট্রফিসহ নগদ সাড়ে বার হাজার টাকা, রানার্স আপ দল ট্রফিসহ আট হাজার টাকা, ২য় রাউন্ডের দল চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি ও সাজু ফুটবল একাডেমী, চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি,  দল গুলোকে ট্রফিসহ নগদ অর্থ প্রদান করেন এবং সেরা ফেয়ার প্লে পুরস্কার লাভ করেন পাহাডতলী একাদশ ক্রীড়া চক্র. সর্বোচ্চ গোলদাতা শোভনীয়া ফুটবল একাডেমির রহমত উল্লাহ এবং ফাইনাল সেরা পুরস্কার লাভ করেন একই দলের রায়হান।