মমতা’র কর্ম এলাকায় পিকেএসএফ’র শিক্ষাবৃত্তি প্রদান

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা ইউনিয়নে মমতার সমৃদ্ধি কর্মসূচি
ও সঞ্চয় ও ঋণদান কর্মসূচির কর্মএলাকায় আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
১৮ জুলাই পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ) এর শিক্ষাবৃত্তি ২০২১ এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এ কার্যক্রমের আওতায় হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা ও একই উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের উচ্চ মাধ্যমিক শ্রেনীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা টাকা প্রদান করা হয়। গড়দুয়ারা শাখায় শিক্ষাবৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মু. সরওয়ার মোর্শেদ তালুকদার, উত্তর মাদার্শা শাখায় শিক্ষা বৃত্তি প্রদানকালে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ।
মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় উক্ত শিক্ষাবৃত্তি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন মমতার সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচির সহকারী পরিচালক, মমতার সঞ্চয় ও ঋণদান কর্মসূচির এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ সমৃদ্ধি কর্মসূচির অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি