ভূমিমন্ত্রীকে চিটাগাং উইম্যান চেম্বারের অভিনন্দন

ভূমি মন্ত্রণালয় ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস আ্যাওয়ার্ড-২০২০ অর্জন করায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ই-মিউটেশন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর প্রাক্তন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং পরিচালক মনোয়ারা হাকিম আলী। প্রথমবারের মত জাতিসংঘের সর্বোচ্চ মর্যাদা এ আ্যাওয়ার্ডটি মুজিব বর্ষের অন্যতম উপহার বলে মনে করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের পথে হাঁটছি আমরা। ডিজিটাল বাংলাদেশের রূপান্তর এখন আর স্বপ্ন নয়। ই-মিউটেশন কার্যক্রম তার একটি উদাহরণ মাত্র। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ভূমি মন্ত্রণালয় তাদের সকল ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তরের কাজ করছে। ২০১৯ সালের জুলাই থেকে তিন পার্বত্য জেলা ব্যতীত সারাদেশে জনগণ নামজারির প্রচলিত পদ্বতির পরিবর্তে ডিজিটাল পদ্বতিতে ঘরে বসে নামজারি করতে পারছে।

মনোয়ারা হাকিম আলী আরো বলেন, ভূমি মন্ত্রণালয় এর কার্যক্রম সকলের জন্য অনুসরণীয়। অন্যান্য মন্ত্রণালয়গুলোর সেবা কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে ডিজিটাল সেবায় রুপান্তরিত হলে সর্বস্তরে স্বচ্ছতা নিশ্চিত হবে। সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস হবে। বিজ্ঞপ্তি