বেতারে বাংলা গানের ধারাবাহিক অনুষ্ঠান ‘গীতিময় হাজার বছর’

বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে আজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘আপন ভুবন’-এ বাংলা গানের হাজার বছরের উপর গবেষণাধর্মী ধারাবাহিক আয়োজন ‘গীতিময় হাজার বছর’-এর প্রথম পর্ব প্রচারিত হবে। চর্যাপদ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বাংলা গানের ঐতিহ্যবাহী ধারাটি তুলে ধরার প্রয়াসে এই উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথম পর্বে চর্যাপদ থেকে পাঠ এবং চর্যাগান পরিবেশন করবেন, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী স্বর্ণময় চক্রবর্তী।
উল্লেখ্য, ‘গীতিময় হাজার বছর’ অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় কবি এজাজ ইউসুফী, গবেষণা সহযোগিতায় শিল্পী করবী দাশ।
অনুষ্ঠান সম্পাদনায় জাহাঙ্গীর আলম জানু, সংগীত প্রযোজনায় পাপিয়া আহমেদ, অনুষ্ঠান তত্ত্বাবধানে এ এস এম নাজমুল হাসান, অনুষ্ঠান নির্দেশনায় এস এম আবুল হোসেন এবং অনুষ্ঠান প্রযোজনায় রয়েছেন শুভাশীষ বড়–য়া।
সকলকে অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি