বাংলাদেশকে হুমকি মনে করেন না বাটলার!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

বাংলাদেশ এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ৬ উইকেটে জয় দিয়ে। অপরদিকে ৯ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরু হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। ধর্মশালায় আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে এই দুই দল। ইংল্যান্ড বিশ্বচ্যাম্পিয়ন হলেও প্রথম ম্যাচে হারের কারণে স্বাভাবিকভাবেই ব্যাকফুটে থাকবে। অন্যদিকে জয়ের টগবগে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ-ইংল্যান্ডের তুলনায় দুর্বল প্রতিপক্ষ হলেও বিশ্বকাপের আসরে টাইগারদের বিরুদ্ধে তেমন সুবিধা করতে পারছে না ইংলিশরা। সবশেষ তিন বিশ্বকাপের পরিসংখ্যান এমনটিই বলছে। বিশ্বমঞ্চে শেষ তিন দেখায় দুটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপে হারলেও এর আগের ২০১৫ ও ২০১১ বিশ্বকাপের দুই ম্যাচে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দুটি চমৎকার জয় উপহার দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ইংল্যান্ডের জন্য বড় হুমকি, বলছে পরিসংখ্যানই। তবে ইংলিশ অধিনায়ক তেমনটা মানতে রাজি নন। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে বাংলাদেশ ম্যাচ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। সাংবাদিকের প্রশ্নটি ছিল অনেকটা এরকম, বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় বাংলাদেশ দল ইংল্যান্ডের জন্য হুমকি হতে পারে কিনা? জবাবে বাটলার বলেন, ‘না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিরুদ্ধে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিরুদ্ধে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’
এ সময় হারের কষ্ট ভুলে বিশ্বকাপে ফেরার প্রত্যয় ফুটে উঠেছে বাটলারের কণ্ঠে। ইংলিশ অধিনায়ক বলেন, ‘দুই দলই কেবল একটি করে ম্যাচ খেলেছে। দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী। আমরা জানি গত ম্যাচের চেয়ে ভালো খেলতে পারবো।’ খবর জাগোনিউজ’র