ফিফা ক্লাব বিশ্বকাপে খেলা হচ্ছে না মেসির!

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে মন্টেরির কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। যে ম্যাচে খেলতে পারেননি লিওনেল মেসি। এমনকি ফিরতি লেগেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। যদি শেষ পর্যন্ত তিনি খেলতে না পারেন এবং ইন্টার মায়ামি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় তাহলে ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ হাতছাড়া হবে মেসির। ২০২৫ সালে ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে কনকাকাফ অঞ্চল থেকে মোট চারটি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ইতোমধ্যে তিনটি দল নির্দিষ্ট হয়ে গেছে। একটি দল আসবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের চ্যাম্পিয়ন হিসেবে। ইন্টার মায়ামি যদি চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তারা টিকিট পাবে ক্লাব বিশ্বকাপের। যেখানে শেষবারের মতো মেসি সুযোগ পাবে বহুমহাদেশীয় কোনো টুর্নামেন্টে খেলার। কিন্তু সেই সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে। এখন দেখার বিষয় ফিরতি লেগে ঘুরে দাঁড়াতে পারেনি কিনা মায়ামি। অবশ্য আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আরও একটি দল সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে। কিন্তু সেই দলটি কিভাবে নির্বাচিত হবে সেই প্রক্রিয়া এখনো জানানো হয়নি। খবর রাইজিংবিডি.কম’র