ফটো এরিনা বাংলাদেশ এর কর্মশালা

ফটো এরিনা বাংলাদেশ এর উদ্যোগে ৭ , ৮ ও ৯ জুন ৩ দিন ব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি কর্মশালা ‘ফেব ওয়ার্কশপ অন ওয়েডিং ফটোগ্রাফি’ নগরীর জামালখানে অনুষ্ঠিত হয়।
৩ দিন ব্যাপী এই ফটোগ্রাফি কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন অভিজিৎ নন্দী ও আল আমিন আবু আহমেদ আশরাফ দোলন, আতা মোহাম্মদ আদনান ও রেশাম বাপ্পি।
কর্মশালায় ওয়েডিং ফটোগ্রাফির প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে ওয়েডিং ফটোগ্রাফির সব দিক তুলে ধরা হয়।
উপস্থিত ফটোগ্রাফেরদের ফটোগ্রাফি বিষয়ক নানান প্রশ্নের উত্তর দেন প্রশিক্ষকরা।
প্রশিক্ষণ শেষে সকল অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।
এ সময় আয়োজকরা জানান আলোকচিত্র শিক্ষা ও প্রসার এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন। ভর্বিষ্যতে আলোকচিত্রের আরো বিভিন্ন দিক নিয়ে নতুন নতুন নানা পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য এটা ফটো এরিনা বাংলাদেশের দ্বিতীয় ফোটোগ্রাফি কর্মশালা। বিজ্ঞপ্তি