করোনা নিয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন সদস্যরা

রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার সভা

চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার এক সভা সভাপতি রাশেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন রোটারী ডিস্ট্রিক্ট- ৩২৮২ গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩২৮২ গভর্নর এর অফিসিয়াল ভিজিট উপলক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর তৈয়ব চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর ফারুক আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম, রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকার সভাপতি ইলেক্ট এনামুল আজীজ লিটন, এবং ক্লাব সেক্রেটারি ইমতিয়াজ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর বলেন, ‘রোটারী ক্লাব অব চিটাগাং সাগরিকা’ করোনা ভাইরাস নিয়ে সচেতনতা সৃষ্টিতে মানবিক ভূমিকা পালন করছে’। এ সময় কোভিড ফ্রন্টলাইনার্স ফাইটার ডা. বিদু্যুত বড়ুয়া, ডা. মাহমুদা সুলতানা, রুপনা বড়ুয়া, ডা. নুর হোসেন শাহীন, ইনসাফি হান্না এবং সেলিম রেজাকে সম্মানিত করা হয়। বিজ্ঞপ্তি