প্যারাগুয়েকে হারিয়ে সেমিতে পেরু

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

৬ গোলের রোমাঞ্চ শেষে নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকলো। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। সেখানেও দেখা মিললো জমজমাট লড়াই। তবে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেল পেরু।

কোপার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে শুক্রবার এস্তাদিয়ো অলিম্পিকো পেদ্রো লুদোভিকোয় প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে পেরু। শেষ আটে বি-গ্রুপের দ্বিতীয় দল পেরু আর এ-গ্রুপের তৃতীয় দল প্যারাগুয়ের মধ্যকার খেলাটি নির্ধারিত ৯০ মিনিটও ৩-৩ গোলে সমতা থাকায় ম্যাচের ফলাফল পেনাল্টি শুট-আউটের মাধ্যমে নির্ধারিত হয়। আর সেখানে পেরুর সান্তিয়াগোর শট ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। এরপর প্যারাগুয়ের সামুদিও বল বাইরে মারেন। পেরুর কুয়েভার শট আবার প্রতিহত করেন প্যারাগুয়ে গোলরক্ষক। জবাবে এসপিনোরাল শট প্রতিহত করেন পেরু গোলরক্ষক। আর ট্রাউকো শেষ শটে লক্ষ্যভেদ করার পর জয় ছিনিয়ে নেয় পেরুভিয়ানরা। খবর বাংলানিউজের