পাকিস্তানের বিরুদ্ধে সাবিনাদের গোলউৎসব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে পাকিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে লাল-সবুজরা। খবর ডেইলি-বাংলাদেশ’র
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে দলকে শুভ সূচনা এনে দেন মনিকা চাকমা।
এক গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে পাকিস্তান। নিজেরা গোল করতে সক্ষম না হলেও বাংলাদেশকে আর ব্যবধান বাড়াতে দেয়নি পরবর্তী ২৫ মিনিটে। তবে এরপর পাকিস্তান আর বাংলাদেশকে রুখতে পারেনি। সিরাত জাহান স্বপ্না দারুণভাবে বক্সের মধ্যে থেকে শট করে গোল করেন। স্বপ্নার এই গোলের পর বাংলাদেশ আরো চেপে ধরে পাকিস্তানকে।
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন পরের দশ মিনিটের মধ্যে জোড়া গোল করেন। দুটি গোলই বুদ্ধিদীপ্ততার সঙ্গে করেছেন সাবিনা। বক্সের মধ্যে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে বোকা বানিয়েছেন। দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে সাবিনা পূরণ করেন হ্যাটট্রিক। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন ঋতুপর্ণা। মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে পথচলা শুরু করা বাংলাদেশ টানা দুই জয়ে সেরা চারের পথে এগিয়ে গেল অনেকটাই।