নাফনদী সীমান্ত থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফের হোয়াইক্যং নাফনদীর সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের সময় মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খানের।
তিনি বলেন, ১১ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার নাফ নদীর তীর সংলগ্ন শামসুদ্দীনের মাছের ঘের দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে খারাংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গোপনে অবস্থান নেয় । এর কিছুক্ষণ পর আনুমানিক রাত সাড়ে ১১টার সময় ৬-৭ জন পাচারকারী সামনের দিকে আসতে থাকলে বিজিবির সদস্যরা তাদের আটক করার প্রস্তুতি নেয়। এমন সময় মাদক পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি টের পেয়ে ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে তল্লাশি করে ৪টি ছোট ছোট প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এরপর উদ্ধার করা বস্তাগুলোর ভিতর থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।