নাইক্ষ্যংছড়ির পাহাড়ে মিলল ১৩টি দেশীয় অস্ত্র ও মদ

নিজস্ব প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি »

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী দোছড়ি ইউনিয়ন থেকে ১৩টি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ১২ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি।

গত রোববার রাতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’র একটি টিম দোছড়ি ইউনিয়নের লেম্বুতলী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বার্মিজ মদের বোতল উদ্ধার করে। বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায় বাংলাদেশ ১১ বর্ডার গার্ড ব্যাটলিয়ন (বিজিবির) অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দোছড়ি ইউপির লেম্বুতলী এলাকার একটি পাহাড়ে মাটির গর্তের ভিতরে লুকানো ও পরিত্যক্ত অবস্থায় ১৩টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক) ও ১২টি বার্মিজ মদের বতল উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা করা হলে কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্র এবং বার্মিজ মদ নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি করে জমা দেয়া হয়েছে।