নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১,৫৪১ জন, মৃত্যু হয়েছে ২২ জনের

বিবিসি বাংলা :

বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৫৪১ জন আর মৃত্যু হয়েছে ২২ জনের।

গত ২৪ ঘণ্টায় ৮০১৫ টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে।

এ নিয়ে বাংলাদেশে মোট কোভিড-১৯ আাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩৮,২৯২ জন এবং মোট মৃত্যু হয়েছে ৫৪৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭, ৯২৫ জন।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, নমুনা পরীক্ষা করে রোগী শনাক্তের এই হার ২১.৫৬ শতাংশ।

বাংলাদেশে নমুনা পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যাও বেড়েছে।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকার বাসিন্দা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, ঢাকা মহানগরীতেই কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৪৮ জন।

জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ লক্ষ ৯৫ হাজার মানুষ। তাদের মধ্যে সাড়ে তিন লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয় আটই মার্চ। তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ই মার্চ।