দেশি গরু লালনপালনে স্থানীয়দের ভরসা

প্রগতি ডেইরি ফার্ম

নিজস্ব প্রতিনিধি, রাউজান :

রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার ব্যবসায়ী শাহ আলম রাউজান পৌরসভার ৯নম্বর ওযার্ডের রাউজান রাবার বাগানের পাশে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের সীমান্তবর্তী চিকনছড়া এলাকায় প্রগতি ডেইরি ফার্ম গড়ে তোলেন। প্রগতি ডেইরি ফার্মে দেশীয় গরু, ছাগল লালন পালন করে বড় করে ব্যবসায়ী শাহ আলম তা বিক্রি করেন কোরবানির সময় ও বিবাহ মেজবানে। প্রগতি ডেইরি ফার্মে দেশীয় গরু  ও ছাগল লালন পালন করে ব্যবসায়ী শাহ আলম প্রতি বছর কোটি টাকার বেশি গরু ছাগল বিক্রি করেন। গত কোরবানির ঈদের সময়ে ব্যবসায়ী শাহ আলম তার ডেইরি ফার্মে লালন পালন করা দেশীয় ৭০টি গরু বিক্রি করেন ৭৫ লাখ টাকা দিয়ে। বর্তমানে প্রগতি ডেইরি ফার্মে ২৫টি দেশীয় বড়, মাঝারি, গরু রয়েছে। ফার্মে ছাগল রয়েছে ৫০টি বিভিন্ন সাইজের। ব্যবসায়ী শাহ আলম তার ফার্মে লালন পালন করা গরু তার ফার্মে থাকা স্কেলে তুলে ওজন দিয়ে বিক্রি করেন। বিবাহ, মেজাবানসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য কেউ গরু ও ছাগল ক্রয় করে ফার্মে জবাই করে গরু ও ছাগলের মাংস কেটে সাইজ করে নিতে চাইলে ব্যবসায়ী শাহ আলম তার নিজের লোক দিয়ে গরু ও ছাগল জবাই করে গরু ও ছাগলের মাংস তৈরি করে দেয়। ব্যবসায়ী শাহ আলম তার ফার্মে লালনপালন করা গরু ও ছাগল বিক্রি করে খরচ বাদ দিয়ে যে পরিমাণ টাকা আয় করেন ঐ টাকা দিয়ে তার পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন বলে জানান। ব্যবসায়ী শাহ আলমের ডেইরি ফার্মে বিদ্যুৎ লাইন না থাকায় সোলার প্যানেল বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।