দশম দিনে টিকা নিলেন ১৫ হাজার ৩৮১ জন

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে করোনার গণ টিকাদান কর্মসূচির দশম দিনে গতকাল বুধবার চট্টগ্রামে টিকা নিয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। এর মধ্যে নগরের ১১টি কেন্দ্রে ৭ হাজার ৪০২ জন এবং ১৪ উপজেলায় ৭ হাজার ৯৭৯ জন। এ নিয়ে গত ১০ দিনে নগরের ১১টি কেন্দ্রে ৬৫ হাজার ৫৪৫ জন এবং ১৪ উপজেলায় ৬৪ হাজার ৫৬৯ জনসহ মোট ১ লাখ ৩০ হাজার ১১৪ জন টিকা নিয়েছেন।
এছাড়া গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রামে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১ লাখ ৯৮ হাজার ৭১৬ জন। এর মধ্যে নগরে এক লাখ ৪ হাজার ৯১৯ এবং উপজেলায় ৯৩ হাজার ৭৯৭ জন। গতকাল টিকা নেওয়া ১৫ হাজার ৩৮১ জনের মধ্যে ৯ হাজার ৮০২ জন পুরুষ এবং ৫ হাজার ৫৭৯ জন মহিলা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে গতকাল বুধবার চট্টগ্রামের ১৪টি উপজেলায় টিকা নেওয়া ৭ হাজার ৯৭৯ জনের মধ্যে লোহাগাড়ায় ৩৪০, রাঙ্গুনিয়ায় ৭৫০, ফটিকছড়িতে ৮৯০, বাঁশখালীতে ৬০৭, আনোয়ারায় ৭৩০, সীতাকুণ্ডে ১ হাজার ৫০৪, সাতকানিয়ায় ৫০০, রাউজানে ৭৫, মিরসরাইয়ে ২১২, চন্দনাইশে ৬০১, বোয়ালখালীতে ৩১০, হাটহাজারীতে ১১০, সন্দ্বীপে ৩৬৭ এবং পটিয়ায় ৯৮৩ জন।