ডা.ওয়াহিদা আক্তার ও শান্তা দত্তের এফসিপিএস ডিগ্রি অর্জন

মা ও শিশু হাসপাতাল

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে কর্মরত সহকারী রেজিস্ট্রার ডা. ওয়াহিদা আক্তার লুবনা ও ডা. শান্তা দত্ত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত এফসিপিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় তাদের মা ও শিশু হাসপাতলে শুভেচ্ছা জানানো হয়েছে।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় কার্যনির্বাহী কমিটির ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, চমাশিহা মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. শেখ মো. হাছান মামুন, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. আবু সৈয়দ চৌধুরী, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, আইসিইউ এর সহকারী অধ্যাপক ডা. মাহাদী হাসান রাসেল ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী অনুরুপ চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি