জেলহত্যা ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়

চকরিয়ায় পৌর আওয়ামী লীগের সভা-সুপ্রভাত

আলোচনা সভায় বক্তারা

নাইক্ষ্যংছড়ি : আমাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানায়,জেল হত্যা বাঙালি জাতির জন্য ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবার হত্যার আড়াই মাস পর ৩ নভেম্বর ঘাতকেরা জেল খানায় বন্দী অবস্থায় জাতীয় ৪ জন নেতাকে নির্মমভাবে হত্যা করে। গত মঙ্গলবার বিকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের অফিস কক্ষে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।সভায় বক্তরা আরো বলেন, জাতীয় ৪ নেতাকে হত্যার পর ষড়যন্ত্রকারী আজও থেমে নেই। দেশের উন্নয়নকে বাধাগ্রন্ত করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে ঘাতকেরা।এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর পরিচালনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রহমানের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলাপরিদ সদস্য ক্যনুওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো,ইমরান,যুগ্ন সাধারণ সম্পাদক ডা. সিরাজুল হক, যুব ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম কালু,ধর্ম-বিষয়ক সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, মো,হোসন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম, কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মামুন শিমুল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক পাইসু মার্মা, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনছার উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দু রহমান বাপ্পী, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি রায়হান,সাবেক সাধারণ সম্পাদক মুমিনুল আলম মুমু, ছাত্রনেতা আবু ছালেহ নোমান, আবরারসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।
রাউজান : আমাদের রাউজান প্রতিনিধি জানায়,জেল হত্যা দিবস উপলক্ষে রাউজান উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উেেদ্যাগে রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
গত ৩ নভেম্বর মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয় চার নেতাকে স্মরণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী,স্বপন দাশগুপ্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পৌর কাউন্সিলর আলমগীর আলী, রবিন্দ্র লাল চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, এস এম বাবর, মাহবুল আলম, চেয়ারম্যান শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আমিন, রুনু ভট্টাচার্য্য, ইফতেখার হোসেন দিলু, দোস্ত মোহাম্মদ, আবদুল লতিফ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, রাউজান পৌরসভা যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারন সম্পাদক জিয়াউল হক রোকন, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক আশিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, সাধারন সম্পাদক ফয়সল মাহমুদ।
মিরসরাই : আমাদের মিরসরাই প্রতিনিধি জানায়,চট্টগ্রামের মিরসরাইয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে গত মঙ্গলবার উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ডেপুটি কমান্ডার আবুল হাসেম, সহকারী কমান্ডার ফজলুল করিম, নজরুল ইসলাম, আব্দুল মোতালেব ভূইয়া, এম এম কামাল পাশা, নুর মোহাম্মদ চৌধুরী, কেএমডি আবুল কালাম, মুক্তিযোদ্ধা মুছা মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান আবু জাফর প্রমুখ।
আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চকরিয়া : আমাদের চকরিয়া প্রতিনিধি জানায়,চকরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চকরিয়া থানা রাস্তার মাথাস্থ সিস্টেম কমপ্লেক্স মার্কেটের বঙ্গবন্ধু কর্ণার মিলনায়তনে জাতীয় চার নেতার স্বরণে আলোচনা সভাটির আয়োজন করেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। এদিনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে ইতিহাসের বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশনেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু এমআর চৌধুরী, সহ-সভাপতি ছৈযদ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির। আলোচনা সভায় উপস্থিত ছিলেন খুটাখালী আওয়ামী, লীগের সভাপতি আলহাজ জয়নাল আবেদিন, সাধারণ সম্পাদক বাহাদুর হক, ডুলাহাজারা আওয়ামী লীগের সভাপতি হাজি জামাল হোছাইন, ফাসিয়াখালী আওয়ামী লীগের সভাপতি মেম্বার সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আবছার, লক্ষ্যারচর আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম, সাধারণ সম্পাদক খ.ম বুলেট, কৈয়ারবিল আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, বরইতলী আওয়ামী লীগের সভাপতি মাস্টার বেলাল আহমদ, সাধারণ সম্পাদক নুরুল আলম, হারবাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন মিরাজ, কাকারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ নাজিম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ জাফর আলম সিআইপি, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রতন বড়–য়া, চকরিয়া পৌরসভা ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ রেজা, সাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন, লায়ন আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সিনিয়র বৃন্দরা উপস্থিত ছিলেন এবং ১১টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর চার জাতীয় নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩ নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনার দক্ষ নেত্বত্বে চকরিয়া- পেকুয়া মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী অবিচল রয়েছে।
সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনতে নেতাকর্মীরা এক এবং অভিন্ন।
এমপি জাফর আলম বলেন, আওয়ামী লীগের ভেতর কোন বিভেদ নেই, তবে নেতাকর্মীদের মাঝে মতানৈক্য থাকতে পারে, তা আলোচনার টেবিলে সমাধান করা সম্ভব। তাই সবাইকে সকল ধরনের ভেদাভেদ পরিহার করে দলের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।