জনগণের হৃদয়ে জিয়াউর রহমান অমর হয়ে থাকবেন

দক্ষিণ জেলা ছাত্রদলের সমাবেশ

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যলয়ের সামনে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদের সভাপতিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহীদুল আলম শহীদ বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর কর্মগুণে জনগণের হৃদয়ের আজীবন অমর হয়ে থাকবেন। ষড়যন্ত্র করে কাউকে কখনো ছোট করা যায় না। যতই ষড়যন্ত্র হোক না কেন, জিয়াউর রহমানই এদেশের জনগণের আস্থা, বিশ্বাস ও ভালবাসার প্রতীক।
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন জিয়াউল কাদের জিয়া, মো. শাহজাহান হোসেন,মতিউর রহমান রাসেল, মো. খালেদ, আব্দুল ওহাব, মো. রুবেল, সাইফুদ্দীন দস্তগীর, এরশাদ উল্লাহ, খোরশেদুল হক চৌধুরী, সালাহ উদ্দিন জাহেদ, মো. ফয়সাল, মোহাম্মদ এনামুল হক এনাম, তারেকুল ইসলাম, বাকী বিল্লাহ চৌধুরী, শাহরিয়ার চৌধুরী রাকিব, চৌধুরী আসিফ, রিহাত, বিভিন্ন উপজেলা ছাত্রদল নেতা রিয়াদুল ইসলাম, আব্দুল ওহাব সুমন, আনিসুর রহমান আনাস, আব্দুল মান্নান রানা, মো. ইসমাইল, এনামুল হক সজিব, ফরহাদ হোসেন আসিফ, ফরহাদুল ইসলাম, বাহাদুর আলম, মো. আতিকুর রহমান ইমন, নুর শাহেদ খান রিপন, আবসার সিকাদার, মো. ইমন, আব্দুল্লাহ আল রাফি, মো. ফিরোজ, মো. আরফাত, বিভিন্ন পৌরসভা ছাত্রদল নেতা আব্দুস সবুর, শাহাদাত হোসেন জিকু, মো. তৈয়ব, মো. সাজ্জাদ, জিয়াউর রহমান, সাজ্জাদ হোসেন, কলেজ ছাত্রদল নেতা তারেকুল ইসলাম, জাহেদুল ইসলাম, বোরহান উদ্দিন, মো. ছোটন চৌধুরী, নেজাম উদ্দিন, মো. শফিউল সহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি