চট্টগ্রামে সংক্রমণ হার ১২ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক  >
চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন একজন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০৯ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ১৬৯ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত শুক্রবার কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ৯১২ নমুনায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১২ দশমিক ৭১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ৬৯ জন এবং উপজেলায় ৪৭ জন। এ নিয়ে নগরীতে ৪২ হাজার ৩৮৬ জন এবং উপজেলায় ১০ হাজার ৭৮৩ জনসহ এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ১৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় উপজেলায় মারা গেছেন একজন। এ নিয়ে নগরে ৪৩৮ জন এবং উপজেলায় ১৭১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০৯ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ২০৮ নমুনার মধ্যে ২৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৯৬ নমুনায় ৪৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৮ নমুনায় ৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৭০ নমুনায় ২৩ জন, শেভরণে ১৯৩ নমুনায় ১ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৯ নমুনায় ৫ জন এবং মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৯ নমুনায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে।